TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দিল্লির দূষণ পরিস্থিতি ভয়াবহ

দিল্লি, ২৬ নভেম্বর, ২০২০ঃ রাজধানীতে বাতাসের গুণমান আরও খারাপের দিকে। ইন্দিরা গান্ধী বিমানবন্দরের দিকে পরিস্থিতি বেশ খারাপ, সেখানে বায়ু মানের সূচক ৩৭৫ রেকর্ড করা হয়েছিল। কেন্দ্রীয় দূষণ পর্ষদের মতে বায়ু মানের সূচক যদি ৫০ এর মধ্যে থাকে তাহলে ভাল, ৫০ থেকে ১০০ র মধ্যে থাকলে তা সন্তোষজনক। ১০০ থেকে ২০০ র মধ্যে থাকলে মোটামুটি, আর ২০০ থেকে ৩০০ র মধ্যে থাকলে খারাপ। ৩০০ থেকে ৪০০ র মধ্যে হয়ে গেলে তা খুব খারাপ এবং ৪০০ ছাড়িয়ে গেলে তা গুরুতর হিসাবে গন্য করা হয়।

আরও পড়ুন কারচুপি রুখতে কড়া কমিশন, স্পিড পোস্টে পৌঁছবে পোস্টাল ব্যালট

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মোবাইল অ্যাপ ‘সমীর’ অনুযায়ী বুধবার সন্ধেয় দিল্লিতে বায়ু মানের সূচক গিয়ে পৌঁছায় ৪১৫ য়। দীপাবলীর সময় রাজধানীর বায়ু মানের সূচক ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছে গেলেও পরে পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছিল। আবারও ফের বায়ু মানের সূচক গুরুতর পর্যায় পৌঁছেছে।