TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পুজো উপলক্ষে আজ থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা

কলকাতা, ১৯ অক্টোবর, ২০২০ঃ করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৪ ই সেপ্টেম্বর থেকে পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো। আজ তৃতীয়া, কলকাতায় পুজো শুরু হয়ে গিয়েছে। পুজো উপলক্ষে আজ থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। বদলে যাচ্ছে মেট্রো চলাচলের সময়ও। আজ থেকে চালু হচ্ছে এই অতিরিক্ত মেট্রো পরিষেবা।

আরও পড়ুন কাঁথির নিষিদ্ধ পল্লী মায়েদের পাশে কাজলা জনকল্যাণ সমিতি ও সেভ দ্য চিলড্রেন

সূত্রের খবর ১৪৬ টি মেট্রো চলত সেখানে আজ থেকে ১৫২ টি মেট্রো চালানো হবে। আট মিনিটের গ্যাপে চলবে মেট্রো। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়ত রাত ৮ঃ৩০ টা। আজ থেকে রাত ৯ টায় ছাড়বে শেষ মেট্রো। মেট্রো সূত্রে খবর পরিষেবা স্বাভাবিক করে তুলতেই এই পদক্ষেপ। এর পাশাপাশি পুজোর ভিড় সামলানো সম্ভব হবে।