Home কলকাতা বদল হচ্ছে মেট্রোর সময়সূচি, ই-পাসের নিয়মেও বদল

বদল হচ্ছে মেট্রোর সময়সূচি, ই-পাসের নিয়মেও বদল

by banganews

কলকাতা, ২ ডিসেম্বর, ২০২০ঃ স্বাভাবিক ছন্দে ফিরছে মহানগর কলকাতা। সেই সঙ্গে কলকাতা মেট্রোয় বাড়ছে যাত্রী সংখ্যা। এই পরিস্থিতিতে ফের বদল হতে চলেছে মেট্রোর সময়সূচী। আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রো চলাচলের সময়সীমা। আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে সকাল সাড়ে ৮ টার বদলে সকাল ৭ টায় ছাড়বে প্রথম মেট্রো।

আরও পড়ুন ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে ভয় পেয়েছে বিজেপি, দিলীপকে বিঁধলেন ফিরহাদ হাকিম

নোয়াপাড়া থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ২৫ মিনিটে। সেটি দমদম থেকে ছাড়বে রাত সাড়ে ৯ টায়। একই সঙ্গে ভিড় এড়াতে বাড়ছে মেট্রোর সংখ্যা। বর্তমানে ১৯০ টি মেট্রো চলাচল করে। ৭ ডিসেম্বর থেকে আরও ১৪ টি মেট্রো চলবে। মোট ২০৪ টি মেট্রো চলবে আগামী সোমবার থেকে। ই-পাসের নিয়মেও বদল আনতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়েছে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত কোনো ই-পাস লাগবে না আর রাতে ৮ টার পর কোনো ই-পাস লাগবে না। পাশাপাশি মহিলা, বৃদ্ধ ও ১৫ বছরের কম বয়সিদের ই-পাসের প্রয়োজন হবে না। তবে এখনই চালু হচ্ছে না টোকেন।

You may also like

Leave a Reply!