Home কলকাতা বাড়ছে মেট্রোর সংখ্যা

বাড়ছে মেট্রোর সংখ্যা

by banganews

কলকাতা, ৩ জানুয়ারি, ২০২১ঃ নতুন বছরে চেনা ছন্দে ফিরছে কলকাতা মেট্রো প্রথম সপ্তাহ থেকেই। আগামিকাল অর্থাৎ সোমবার, ৪ জানুয়ারি থেকে, বাড়ছে মেট্রোর সংখ্যা। নোয়াপাড়া ও কবি সুভাষ এই দুই স্টেশন থেকেই সকাল ৭ টায় মেট্রো ছাড়বে। শেষ মেট্রো মিলবে রাত সাড়ে ১০টায়। বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, নিউ নরমালে মানুষ সচেতনতার সঙ্গে মেট্রো সফরে অভ্যস্ত হয়েছেন। তাই ৭ মিনিট পর পর ১১৪টি করে আপ ও ডাউনে মেট্রো চালানো হবে। শনি ও রবিবার যে সব যাত্রী মেট্রো সফর করবেন তাদের কোনও ই-পাস লাগবে না । তবে টোকেন ব্যবস্থা এখনই চালু হচ্ছে না।

আরও পড়ুন ভালো আছেন সৌরভ, এখন অনেকটাই স্বাভাবিক দাদা

মহিলা, বয়স্ক ও শিশুদের লাগবে না ই-পাস। যাত্রীদের ওঠা-নামার সুবিধার জন্য প্রতি স্টেশনে ২৫ সেকেণ্ডের পরিবর্তে ট্রেন দাঁড়াবে ৩০ সেকেন্ড। আর পি এফের সংখ্যাও বাড়ানো হচ্ছে।

১৪ সেপ্টেম্বর ২০২০ থেকে কলকাতা উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিম মেট্রো চালু হয়েছে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত৷ ১০ মিনিট অন্তর ১১০টি মেট্রো চালু হয়েছিল। ধাপে ধাপে সেই সংখ্যা বাড়ানো হয়। করোনার জন্য গত ২৩ মার্চ থেকে বন্ধ ছিল কলকাতা মেট্রো।

You may also like

Leave a Reply!