TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ভারতীয় মহাকাশচারীর নামে স্পেসস্টেশন মহাকাশে – জানাল নাসা

বঙ্গ নিউস, ৯ সেপ্টেম্বর,২০২০ঃ  প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী তিনি। তাঁর অদম্য সাহস আর প্যাশন তাঁকে মানুষের মনে স্থান দিয়েছে৷ তিনি কল্পনা চাওলা। ১৯ নভেম্বর ১৯৯৭ সালে কল্পনা চাওলা ৩৫ বছর বয়সে প্রথমবার মহাকাশে পাড়ি দেন। প্রথম মহিলা মহাকাশচারীর নামে এবার স্পেস স্টেশন করবে নাসা। এয়রোস্পেস সংস্থা নর্থরোপ গ্রুমেন কর্পোরেশন তাদের সিগনেস স্পেসক্রাফ্ট-এর নাম রাখবে কল্পনা চাওলার নামে । প্রয়াত ভারতীয় মহাকাশচারীর সম্মানার্থে তাদের এই সিদ্ধান্ত এমনটাই জানিয়েছে নাসা তাদের ফেসবুক পেজে।

আরও পড়ুন এবার ফেসবুকের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ইস্তফা ভারতীয় বংশোদ্ভুতের

 

কল্পনা তার ছজন সঙ্গীকে নিয়ে ১.০৪ কোটি মাইল পাড়ি দিয়েছিলেন কলম্বিয়া STS-87 মহাকাশযানে চড়ে। ৩৭২ ঘণ্টা মহাকাশে ছিলেন৷ ২০০৩ এ ফের মহাকাশ যাত্রা করেন। কিন্তু সেই যাত্রাতেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান কল্পনা ও তাঁর ছজন সঙ্গী।
দিনটা ছিল ২০০৩ সালের ১লা ফেব্রুয়ারি। মহাকাশ থেকে ফিরছিলেন তারা৷ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পরই ঘটে ভয়াবহ দুর্ঘটনা৷ তাঁদের মহাকাশযান ভেঙে পড়ে। ফেরা হয় না আর পৃথিবীতে৷ তবে বিশ্ববাসী তাঁদের মনে রেখেছে। আর এবার মহাকাশের বুকেও জায়গা করে নিলেন কল্পনা৷