Home পাঁচমিশালি মহাকাশের গন্ধ আছে কি আদেও? থাকলেও ঠিক কিরকম?

মহাকাশের গন্ধ আছে কি আদেও? থাকলেও ঠিক কিরকম?

by banganews
এবার মহাকাশের সুগন্ধকে পৃথিবীর বুকে আনতে চলেছে মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা নাসা। নাসা সূত্রের খবর, পারফিউমের বোতলে বন্দি করে মহাকাশের সুগন্ধ পৃথিবীর মানুষের কাছে আনতে চাইছে তারা।
‘ওডি কোলোন’ এতদিন শুনেছেন, এবার ‘ওডি স্পেস’। এই সুগন্ধ বিশ্বের সমস্ত সুগন্ধকে ছাড়িয়ে এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে সবাইকে। বিজ্ঞানী ও রসায়নবিদ স্টিভ পার্সে জানিয়েছেন মহাকাশের গন্ধ কেমন হয়, তা নিয়ে 2008 সালে নাসা একটি প্রজেক্ট শুরু করেছিল।
এরপর 4 বছর ধরে উপযুক্ত গন্ধ নির্ধারণের চেষ্টায় গবেষণা চালিয়ে গিয়েছেন এই রসায়নবিদ। এরপর গবেষণা সফল হয়। কেমন হয় মহাকাশের গন্ধ? মহাকাশচারী পেগি হুইটসন জানিয়েছেন, মহাকাশের গন্ধের সঙ্গে অনেকটা মিল রয়েছে বারুদের। একটি বন্দুক থেকে গুলি ছুঁড়লেই তারপর সঙ্গে সঙ্গে যে গন্ধটি পাওয়া যায় সেই গন্ধ মেলে মহাকাশে। বিজ্ঞানী পার্সে জানিয়েছেন, গান পাউডার ব্যবহার করে তিনি এই মহাকাশের সুবাসকে বোতল বন্দি করেছেন। তবে শুধু গানপাউডার নয়, সঙ্গে ছিল রাম , রাসপবেরি, মাংসের ঝলসানো অংশ এই সবের গন্ধ মিলিয়ে তৈরি হয়েছে নাসার পারফিউম “Eau de Space”।

You may also like

Leave a Reply!