Home দেশ ভারতীয় মহাকাশে ব্যক্তি বিনিয়োগের আহ্বান কেন্দ্রের, উন্নতির আশায় ইসরো প্রধান

ভারতীয় মহাকাশে ব্যক্তি বিনিয়োগের আহ্বান কেন্দ্রের, উন্নতির আশায় ইসরো প্রধান

by banganews

ভারতীয় মহাকাশ চর্চা আর গবেষণায় এবার ব্যক্তি বিনিয়োগ তথা যোগদান স্বাগত। এই বিনিয়োগের ফলে আরও উন্নত প্রযুক্তি এবং পরিকাঠামো ব্যবহার করে ভারতীয় গবেষণা সমৃদ্ধ হতে পারবে বলে মনে করছে কেন্দ্র সরকার। ভারত সরকারের এই ঘোষণার সমর্থন করলেন ভারতীয় মহাকাশ চর্চার স্বনামধন্য প্রতিষ্ঠান ইসরো-র প্রধান কে সিভান। তিনি বলেন, ‘এই ঘোষণায় আমরা উল্লসিত।

আরও পড়ুন জাপানি শিক্ষার্থীরা তৈরি করেছে একটি ইনফ্ল্যাটেবল পোর্টেবল ই-বাইক

ইসরো মনে করে, এই উন্নতির ফলে আগ্রহী ভারতীয় প্রজন্ম আরও বেশি করে মহাকাশ বিজ্ঞানের প্রতি উৎসাহী হয়ে উঠবে।’ ইসরো প্রধান বলছেন, কেন্দ্র সরকারের এই ঘোষণার পর পরই বেশ কিছু উন্নতমানের সংস্থা আগ্রহ দেখিয়েছে। ‘অচিরেই আন্তর্জাতিক মহাকাশ অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার দাবিদার হয়ে উঠবে ভারত,‘ বলছেন কে সিভন। শুধু তাই নয়, যদি মহাকাশ ক্ষেত্রকে সত্যিই উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে তার পরিকাঠামোগত বিনিয়োগের সুফল লাভ করবে গোটা দেশের সমস্ত ক্ষেত্র। এমনটাই মনে করছেন ইসরো প্রধান।

You may also like

Leave a Reply!