TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

নাম ও লোগো বদল ভোডাফোনের, নয়া রূপে আত্মপ্রকাশ টেলিকম সংস্থার

এখন আর ভোডাফোন আইডিয়া নয়। ওই টেলিকম সংস্থার নতুন ব্র্যান্ড নাম হবে Vi , উচ্চারণ হবে ‘উই’, স্বভাবতই বদলাতে চলেছে লোগোও।
এর আগে একবার নাম বদলেছিল এই টেলিকম সংস্থা।প্রথমে ‘হাচ’ নামে বাজারে আত্মপ্রকাশ করেছিল সংস্থাটি। এরপর নাম বদলে রাখা হয় ভোডাফোন। বেশ কিছুদিন আগেই ভারতের অন্য এক জনপ্রিয় টেলিকম সংস্থা আইডিয়ার সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেছিল ভোডাফোন। এবার দুই সংস্থা মিলে গিয়ে তৈরি হচ্ছে নতুন ব্র্যান্ড।

আরও পড়ুন আলুর কালোবাজারি রুখতে পাঁশকুড়ার হিমঘরে হানা জেলা প্রশাসনের

সংস্থার তরফ থেকে ভোডাফোন আইডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রবিন্দর টক্কর জানান, এটি এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় টেলিকম ইন্টিগ্রেশন।

জানা যাচ্ছে ডিজিটাল সার্ভিসের ওপর এবার জোর দেওয়া হবে, ইন্টিগ্রেশন এর ফলে সংস্থার শেয়ার বাড়ল ৪%।

 

আরও পড়ুন অফিশিয়ালকে আঘাত, যুক্তরাষ্ট্র ওপেন থেকে বাতিল জকোভিচ

সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভোডাফোন বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়ে। আইডিয়ার চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লাও জানিয়েছিলেন সরকারি সাহায্য ছাড়া তাঁদের কোম্পানি বন্ধ করে দিতে হবে। ভোডাফোন আইডিয়া ৫০ হাজার কোটি টাকার অ্যাডজাস্টেড রেভিনিউ বকেয়া রেখেছিল। গতবছর কোম্পানির তৃতীয় কোয়ার্টারে (অক্টোবর-ডিসেম্বর) ৬,৪৩৯ কোটি টাকার ক্ষতি হওয়ায় কোম্পানির শেয়ার কুড়ি শতাংশ পড়ে যায়।