TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দীর্ঘ প্রতীক্ষার পর ১ জুলাই খুলছে কালীঘাট মন্দির

রাজ্য সরকারের অনুমোদন মিলেছে আগেই তার পরও সতর্কতা মেনে 30 শে জুন অবধি বন্ধ ছিল কালিঘাট মন্দিরে। অবশেষে 1 জুলাই খুলছে কালীঘাট মন্দির। মন্দির খুললেও আপাতত থাকছে বেশ কিছু বিধিনিষেধ। করোনা পরিস্থিতিতে মন্দিরের ভেতরে দর্শনার্থীরা ইচ্ছেমতো প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সকাল 6 টা থেকে বেলা ১২টা ও বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে মন্দির।

আরও পড়ুন সূর্যগ্রহণের জন্য বৈষ্ণোদেবীর মন্দিরে আজ ভোরের পরিবর্তে আরতি হবে দুপুর ২ টো ২০ মিনিটে

আপাতত একসঙ্গে ১০ জনের বেশি মানুষ মন্দিরে প্রবেশ করতে পারবেন না। মন্দিরে ঢুকতে পারলেও গর্ভগৃহে প্রবেশ করা চলবে না। দেওয়া যাবে না পুজোর সামগ্রীও। ভক্তদের প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাইজার। সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে মন্দির চত্বরে ইতিমধ্যেই বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল। তার মধ্যে দিয়েই ঢুকতে হবে দর্শনার্থীদের। নতুন নিয়ম অনুযায়ী যাত্রীদের দু নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। বেরোতে হবে চার নম্বর গেট দিয়ে।
সাধারণভাবে রথযাত্রার পর বিপত্তারিণী পুজো দেওয়ার জন্য ভক্তদের ঢল নামে কালীঘাটে। এ বার সেই পুজোর জন্যও মন্দির খোলাও সম্ভব নয়।