TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দিন বদল হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার

বঙ্গ নিউস, ২৬ ডিসেম্বর, ২০২০ঃ উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে ৩০ জুন পরীক্ষা নেওয়ার বিষয়ে আপত্তি রয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ওই দিন হুল দিবস। আদিবাসীদের উৎসব। তাই ওইদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার না রাখার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন ট্যাবের বদলে ১০ হাজার টাকা পাওয়ার জন্য তিন দিনের মধ্যে দিতে হবে অ্যাকাউন্ট নম্বর

2021 এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে হবে তা আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবার রুটিন প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী 2021 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ১৫ জুন থেকে। পরীক্ষা চলবে ৩০ জুন পর্যন্ত। ৩০ জুন ভূগোল, হোম ম্যানেজমেন্ট, কস্টিং এবং ট্যাক্সেশন এর পরীক্ষা রয়েছে৷ হুল উৎসব পড়ায় এই পরীক্ষাগুলি অন্য দিন নেওয়ার কথা ভাবছেন শিক্ষামন্ত্রী৷ এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর পরীক্ষার দিন বদল হলে পুনরায় সরকারি ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে৷