Home বঙ্গ ট্যাবের বদলে ১০ হাজার টাকা পাওয়ার জন্য তিন দিনের মধ্যে দিতে হবে অ্যাকাউন্ট নম্বর

ট্যাবের বদলে ১০ হাজার টাকা পাওয়ার জন্য তিন দিনের মধ্যে দিতে হবে অ্যাকাউন্ট নম্বর

by banganews

বঙ্গ নিউস, ২৬ ডিসেম্বর, ২০২০ঃ আগামী শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের এক দিনও স্কুলে ক্লাস হয়নি।
অনলাইনে পড়াশোনা একমাত্র ভরসা। তাই ট্যাব বা স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু এত ট্যাব পাওয়া যাচ্ছে না তাই ফোন বা ট্যাব কেনার জন্য টাকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে দিল্লি সীমান্তে তৈরি হল কিষাণ মল

যেহেতু রাজ্যে ছাত্র-ছাত্রীর সংখ্যা অনুযায়ী ট্যাব এর জোগান নেই তাই প্রত্যেক দ্বাদশ শ্রেণীর ছাত্রীর একাউন্টে 10000 টাকা করে দিয়ে দেওয়া হবে। তার জন্য সময় দেওয়া হয়েছে মাত্র তিনদিন। ২৮ ডিসেম্বরের মধ্যে বাংলার শিক্ষা পোর্টালে প্রত্যেক ছাত্রীর নাম ব্যাংক একাউন্ট এবং আইএফএসসি ( IFSC) কোড জানাতে হবে।

এই সময় একাধিক ব্যাঙ্কে সংযুক্তিকরণ এর কাজ চলছে৷ ফলে আইএফএসসি ( IFSC) কোড বদলে যাচ্ছে। অনেক ছাত্র-ছাত্রীদের কোন ব্যাংক একাউন্ট নেই। তাই তিনদিনের মধ্যে তথ্য জমা দেওয়া কার্যত অসম্ভব৷ দিন না বাড়ালে প্রচুর ছাত্র-ছাত্রী সরকারি অনুদান থেকে বঞ্চিত হবে বলে মনে করছেন অনেকেই।

You may also like

Leave a Reply!