Home বঙ্গ ২০২১ এর মাধ্যমিক পরীক্ষার রুটিন

২০২১ এর মাধ্যমিক পরীক্ষার রুটিন

by banganews

বঙ্গ নিউস, ২৩ ডিসেম্বর, ২০২০ঃ পিছিয়ে গেল ২০২১ এর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক। এবার জুন মাসে পরীক্ষা হবে। বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছ থেকে প্রস্তাব এসেছিল। তার ভিত্ততেই এই সিদ্ধান্ত৷

দেখে নিন ২০২১ এর মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য রুটিন

১ জুন ২০২১ – মঙ্গলবার- প্রথম ভাষা
২ জুন ২০২১ – বুধবার – দ্বিতীয় ভাষা

৪ জুন ২০২১ – শুক্রবার – ইতিহাস
৫ জুন ২০২১ – শনিবার- ভূগোল

৭ জুন ২০২১ – সােমবার- অঙ্ক
৮ জুন ২০২১ – মঙ্গলবার- ভৌত বিজ্ঞান

৯ জুন ২০২১ – বুধবার-জীবন বিজ্ঞান
১০ জুন ২০২১ – বৃহস্পতিবার – ঐচ্ছিক বিষয়

এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। পাঠ্যক্রম থেকেও কিছু অংশ বাদ দেওয়া হয়েছে৷ পরিবর্তিত পাঠ্যক্রম আগেই ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী।

You may also like

Leave a Reply!