Home কলকাতা পিছিয়ে গেল উচ্চমাধ্যমিকের একটি পরীক্ষা, জেনে নিন কবে হবে সেই পরীক্ষা

পিছিয়ে গেল উচ্চমাধ্যমিকের একটি পরীক্ষা, জেনে নিন কবে হবে সেই পরীক্ষা

by banganews

কলকাতা, ২৮ ডিসেম্বর, ২০২০ঃ উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী ১৫ জুন থেকে ৩০ জুন পর্যন্ত হবে পরীক্ষা। এমনটাই জানিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে ৩০ জুন হুল উৎসব হওয়ার কারণে ওই দিনের পরীক্ষা অন্যদিন চেয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার সেই দাবিতে সিলমোহর দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

আরও পড়ুন মমতার চিঠিতে আপ্লুত অমর্ত্য সেন, উত্তরও দিলেন

হুল উৎসব আদিবাসীদের বড় উৎসব। সেই দিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পরীক্ষা না রাখার আবেদন জানান পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আবেদনে সম্মতি জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৩০ জুন ভুগোল, স্ট্যাটিস্টিক সহ কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট পরীক্ষা ছিল। সেই পরীক্ষা নেওয়া হবে ২ জুলাই। ২০২১ সালে জুনে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। সকাল ১০ টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত চলবে পরীক্ষা।

You may also like

Leave a Reply!