TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

অনলাইন গেমিং নিয়ে কেন্দ্র সরকার জারি করল নতুন নির্দেশিকা

বঙ্গ নিউস, ৫ ডিসেম্বর, ২০২০ঃ  কেন্দ্রীয় ইনফর্মেশন এবং ব্রডকাস্টিং মন্ত্রক সম্প্রতি টিভি চ্যানেলগুলোকে আদেশ দিয়েছে, অনলাইন গেমিং এর বিজ্ঞাপন দেখানোর সময় যেন অবশ্যই একটি ওয়ার্নিং দেওয়া হয়। আগামী ১৫ ডিসেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর হবে।
পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে ২০% বেশি জায়গা জুড়ে থাকবে এই সর্তকতা। এই ধরনের পদ্ধতি অডিও ভিসুয়াল এবং অডিও বিজ্ঞাপন এর ক্ষেত্রে কার্যকর হবে।

আরও পড়ুন তৃণমূলেই আছে শুভেন্দু, খঞ্চির সভা থেকে বললেন ব্রাত্য বসু

এই ধরনের বিজ্ঞাপন দেখানোর সময় কোন ওয়ার্নিং থাকে না। এই ধরনের গেমে ব্যবহারকারীদের চূড়ান্ত আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়ার নতুন নির্দেশিকা অনুসারে এই ধরনের বিজ্ঞাপনের সঙ্গে এবার অবশ্যই একটি সতর্কতা জানাতে হবে।