Home দেশ সংক্রমণ কমাতে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

সংক্রমণ কমাতে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

by banganews

এখন দেশে দৈনিক সংক্রমণের হার তুলনামূলক ভাবে অনেকটাই কম৷ তবুও চিন্তা বাড়াচ্ছে দিল্লি এবং কয়েকটি রাজ্য।নতুন করে লকডাউন হবে কি না, সেই নিয়ে জল্পনাও ছড়িয়েছিল। ১ ডিসেম্বর থেকে দেশে কী ধরনের বিধি নিষেধ মানতে হবে সে বিষয়ে বুধবার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এক নজরে দেখে নিন সেই নির্দেশিকা

• কনটেনমেন্ট জোনগুলিতে জরুরি পরিষেবা ছাড়া কোনো কিছুতেই ছাড় দেওয়া যাবে না।
• কন্টেইনমেন্ট জোনে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়া কাউকে বেরোতে কিংবা বাইরে থেকে ঢুকতে দেওয়া যাবে না।

• এই সব এলাকায় টেস্টিং আরও বাড়ানো হবে

• করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তিন দিনের মধ্যে তাদের চিহ্নিত করে ১৪ দিনের জন্য কোয়রান্টাইনে থাকতে হবে৷

• শ্বাসকষ্টের সমস্যা থাকা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

• মাস্ক পরা, নিয়মিত হাত ধোওয়া এবং শারীরিক দূরত্ববিধি মেনে চলার ব্যাপারে প্রশাসনকে সচেতন করতে হবে।

• মাস্ক না পরলে শাস্তিস্বরূপ মোটা অঙ্কের জরিমানা দিতে হবে।

 

আমি দলের অবজারভার, বাঁকুড়ার সভা থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

 

 

• বাজার, শপিং মল-সহ এই ধরনের জায়গায় যাতে ভিড় না হয় এবং শারীরিক দূরত্ববিধি পালন করা হয়, সেদিকে নজর দিতে হবে৷

• কন্টেইনপমেন্ট জোনের বাইরে ৫০ শতাংশ দর্শক আসনে সিনেমা এবং থিয়েটার দেখানো যাবে৷

• কেবলমাত্র খেলোয়াড়দের প্রশিক্ষণের জন্য সুইমিং পুল ব্যবহার করা যাবে।

• সামাজিক, শিক্ষামূলক, ক্রীড়া সংক্রান্ত, বিনোদন সংক্রান্ত, রাজনৈতিক, সাংস্কৃতিক অনুষ্ঠান বড়ো হল হলে সর্বোচ্চ ২০০ জন হাজির থাকতে পারবেন।

• কেন্দ্রের পরামর্শ না নিয়ে স্থানীয় স্তরে কোনো ভাবেই লকডাউন ডাকা যাবে না।

• তবে স্থানীয় ভাবে বিধিনিষেধ আরোপ করা যেতে পারে।

• সাপ্তাহিক সংক্রমণের হার দশ শতাংশ এবং তার বেশি হলে সেখানে অফিস কর্মীদের উপস্থিতি কমাতে বিশেষ ব্যবস্থা নিতে পারে প্রশাসন।

• চলাফেরার ক্ষেত্রে জিনিসপত্রের গাড়ি এবং সাধারণ মানুষ নির্দ্বিধায় চলাফেরা করতে পারেন আন্তঃরাজ্য এবং আন্তঃজেলায়৷

• ৬৫ বছরের বেশি বয়স, ১০ বছরের কম বয়সের শিশু, অন্তঃসত্বা মহিলা এবং কোমর্বিডিটি থাকা মানুষদের বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

You may also like

Leave a Reply!