TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বেসরকারি ট্রেন চালানোর পরিকল্পনা করছে কেন্দ্র

বঙ্গ নিউস, ২২ নভেম্বর, ২০২০ঃ দেশে বেসরকারি ট্রেন চালানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। ইতিমধ্যেই ১৩টি বেসরকারি কোম্পানিকে নির্বাচন করা হয়েছে৷ সূত্রের খবর, স্পেনের রেল কোচ নির্মাতা সংস্থা CAF, সিমেন্স লিমিটেড, বোম্বারডিয়ার ট্রান্সপোর্টেশন ইন্ডিয়া, জিএমআর গ্রুপ রয়েছে নির্বাচিত তালিকায়৷

আরও পড়ুন বাদশাকে একবার দেখতে চাইতেন তিনি আর আজ নিজেই উজ্জ্বল তারকা

বেসরকারি ট্রেন চালানো নিয়ে সম্প্রতি একটি বৈঠকে উপস্থিত ছিল BHEL, BEML, আর কে অ্যাসোসিয়েটস, ভারত ফোর্জ, জেকেবি ইনফ্রাস্ট্রাক্চার, টিটাগড় ওয়াগন লিমিটেড-এর মত ১৩ কোম্পানি। এদের অনেকেই ট্রেন চালাতে ইচ্ছুক। ২০২০ এর অগাস্ট মাসে কেন্দ্র জানায়, ২০২৩ সালে দেশের বিভিন্ন রুটে ১২টি বেসরকারি ট্রেন চালানো হবে। পরে প্রয়োজন মত ট্রেনের সংখ্যা বাড়িয়ে ৪৫টি করা হবে।