Home বিনোদন বাদশাকে একবার দেখতে চাইতেন তিনি আর আজ নিজেই উজ্জ্বল তারকা

বাদশাকে একবার দেখতে চাইতেন তিনি আর আজ নিজেই উজ্জ্বল তারকা

by banganews

বঙ্গ নিউস, ২২ নভেম্বর, ২০২০ঃ রাজকুমার রাও। এই সময়ে বলিউড এর অন্যতম প্রতিভাবান শিল্পী৷ দক্ষ অভিনেতা তকমাটা অর্জন করেছেন নিজের যোগ্যতায় । একের পর এক তাঁর অভিনয় চমকে দিয়েছে সকলকে।

আরও পড়ুন সুরে সুরে চিকিৎসকদের শ্রদ্ধাজ্ঞাপন করোনা আক্রান্ত রোগীর

সম্প্রতি মুক্তি পেয়েছে অনুরাগ বাসুর সিনেমা লুডো। রাজকুমার রাও এর অভিনয় ফের একবার নজর কেড়েছে দর্শকদের৷
কিন্তু নাম রাজকুমার হলেও বলিউডের রাজকুমারের যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। কিন্তু হাল ছাড়েন নি তিনি৷ দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘লাভ সেক্স অ্যান্ড ধোকা’ ছবি থেকেই তিনি নজরে এসেছিলেন সকলের। শাহরুখের অন্ধ ভক্ত৷ বলিউডের বাদশাই তাঁর অভিনয় জগতে আসার মূল অনুপ্রেরণা। তিনি জানিয়েছেন, একটা সময় ঘণ্টার পর ঘণ্টা ‘মান্নত’-এর সামনে দাঁড়িয়ে থেকেছেন রাজকুমার রাও। শুধু একবার শাহরুকখকে চোখের দেখা দেখবেন বলে। সেই শাহরুখ খানও আজ তাঁর অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। এটিই অভিনেতা রাজকুমার রাও এর কাছে সব থেকে বড় প্রাপ্তি।

You may also like

Leave a Reply!