TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সিরিয়ার স্মৃতি এবার কাবুলে

শৈশবের এক মর্মান্তিক দৃশ্য উঠে এল আবারও। মনে পড়ে যায় ২০১৫ সালে সিরিয়ায় আয়লান কুরদির ছবি। যা গোটা দেশকে ভারাক্রান্ত করে তুলেছিল।  কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে পড়ে থাকা একাকী শিশুর ছবিও সেই স্মৃতিকেই উসকে দিল।

এই দুই দৃশ্য দুই প্রতীকের মত কাজ করছে। মানবতা আজ কোথায়?  এই প্রশ্নই যেন বারবার উঠে  আসছে। ২০১৫ সালের উত্তর সিরিয়ায় কোবানী প্রদেশে বাড়ি ছিল আয়লান কুরদির।  আইসিস্ ও কুব সেনার মধ্যে যুদ্ধের সময় পালাতে গিয়ে প্রাণ হারায় সেই ছোট্ট নিষ্পাপ শিশু আয়লান কুরদি। ঠিক ছয় বছর পর আবারও সিরিয়ার পাশে মধ্যপ্রাচ্যের একটি দেশ আফগানিস্তান যা এখন তালিবানদের দখলে,সেখানে কাবুলের হামিদ কারজাই বিমান বন্দরে পরিত্যক্ত শিশু। যা আবারও মানবতাকে বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়েছে৷

এই  নিষ্ঠুরতার নাম কী সভ্য সমাজ? এই দৃশ্য প্রমাণ করছে কতটা নির্মম অবস্থা এখন আফগানবাসীদের, কতটা অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন  তারা। শিশুটির পরিচয় সম্পর্কে এখনো জানা যায়নি।  তার বাবা মা কোথায়? কিছুই জানা যায়নি৷