বঙ্গ নিউস, ১৮ নভেম্বর, ২০২০ঃ নায়কের আগের ছবি ফ্লপ করেছে। ফলে এই ছবিতে নায়িকাকে তাঁর পারিশ্রমিক কমাতে হবে। কারণ বাজেট সংক্ষিপ্ত করতে হবে।
কেরিয়ারে অনেকগুলো প্রশংসিত কাজ হয়ে গেছে। এখনও এমন অন্যায় আবদার শুনতে হচ্ছে তাপসী পান্নুকে।
শুধু তাই নয়। নায়িকার প্রথম দৃশ্য যদি নায়কের প্রথম দৃশ্যের চেয়ে বেশি গুরুত্ব পেয়ে যায়, তবে সেই দৃশ্যেও কাঁচি চালাতে হয়। নায়কের তেমনই আব্দার। এই ঘটনারও ভুক্তভোগী সেই তাপসীই।
আরও পড়ুন কঙ্গনার বিরুদ্ধে তৃতীয়বার জারি হল পুলিশি সমন
আবার কোথাও নায়কের স্ত্রীর পছন্দ নয় বলে ছবিতে তাঁকে সুযোগ দেওয়া হল না। তাপসীর এমন অভিজ্ঞতাও বড় কম নয়।
আগেও তাঁর হতাশা ব্যক্ত করেছেন। আবারও করলেন। তবে এখন তিনি আর নতুন করে মুষড়ে পড়েন না। বরং নিজেকে বোঝান, তাঁর জীবন এখানেই শেষ হয়ে যাচ্ছে না। তিনি ইঞ্জিনিয়ার। তাই শুধু নয়, এমবিএ-র পড়াশোনাটাও শেষ করতে পারেন।
ইদানীং আর দুঃখ পান না তাপসী। বলিউডের লিঙ্গ বৈষম্য নতুন করে আঘাত দেয় না আর।