TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা মোকাবিলায় সাফল্য, স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর

কলকাতা, ২৩ ডিসেম্বর, ২০২০ঃ  করোনা পরিস্থিতি মোকাবিলায় অসামান্য ভূমিকা পালন করেছে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। স্কচ অ্যাওয়ার্ডে ভূষিত করা হল রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রাধীন এই দপ্তরের গ্রিভান্স সেলের প্রচেষ্টায় এই স্বীকৃতি মিলেছে। গত মার্চ থেকে করোনার প্রকোপ বাড়তে থাকে। দফায় দফায় লকডাউনের পরে আনলক পর্ব চালু হলেও যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন কৃষক বিক্ষোভে তৃণমূলের প্রতিনিধিদল, আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রথমে পরিযায়ী শ্রমিকদের আইসোলেশনে রেখে চিকিৎসা করানো থেকে পরে করোনা টেস্টের সংখ্যা বাড়ানো সবই হয়েছে মুখ্যমন্ত্রীর তৎপরতায়। এছাড়া তাঁর নির্দেশ মতই রাজ্য প্রশাসনিক কর্তারা ও স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তর কাজ করেছে। একটাই লক্ষ ছিল কিভাবে সংক্রমণ কমিয়ে আবার বাংলাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনা যায়। কোভিড সম্পর্কে মানুষকে সচেতন করতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বাস্থ্যদপ্তর। প্রথমদিকে করোনা আক্রান্ত হলে নমুনা পরীক্ষা করতে ভয় পেত সাধারণ মানুষ। সেই জায়গায় গুরত্বপূর্ণ ভূমিকা নিয়েছে স্বাস্থ্যদপ্তর। কোভিড পরবর্তী পরিস্থিতিতে সকলে মাস্ক পড়ছে কিনা, কোভিড বিধি মানছে কিনা তা দেখার গুরুদায়িত্ব সামলেছে স্বাস্থ্যদপ্তর। এছাড়াও অনেকেই করোনা আক্রান্তদের সঙ্গে ‘দুর্ব্যবহার’ করছিলেন, সেই অভিযোগও সামনে এসেছে। সে সম্পর্কে সাধারণ মানুষকে বোঝাতেও তৎপর ভূমিকা নেয় রাজ্যের স্বাস্থ্যদপ্তর। সব মিলিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্যদপ্তর যে একশোয় একশো নম্বরের অধিকারী হতে পারে, সেকথা বলছেন অনেকেই। আর তার ফলে স্কচ অ্যাওয়ার্ড গোল্ডে ভূষিত রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।