TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চলে গেলেন সৌরভের প্রথম কোচ

কলকাতা, ৩১ শে জুলাই : চলে গেলেন সৌরভ গাঙ্গুলির ছোটবেলার কোচ অশোক মুস্তাফি। দীর্ঘদিন রোগভোগের পর বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অশোকবাবুর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, বহুদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। এপ্রিল মাসে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চলে গেলেন সেই হার্টের অসুখেই।

আরও পড়ুন :  কোভিড আক্রান্ত হলেন বর্ষিয়ান বাম নেতা শ্যামল চক্রবর্তী

দুঃখীরাম ক্রিকেট কোচিং সেন্টারের কোচ ছিলেন অশোক মুস্তাফি। তাঁর হাত ধরেই সৌরভ গাঙ্গুলির ক্রিকেটে হাতে খড়ি হয়েছিল। এই দুঃখীরাম ক্রিকেট কোচিং সেন্টার থেকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক সৌরভের ক্রিকেট পাঠ শুরু হয়। এপ্রিল মাসে প্রিয় স্যরের অসুস্থতার কথা জানতে পেরে এগিয়ে গিয়েছিলেন সৌরভ। অশোক স্যরের কাছে বন্ধু সঞ্জয় দাসের সঙ্গে ক্রিকেট পাঠ শুরু হয়েছিল সৌরভের। তাই স্যরের অসুস্থতার খবর পেয়ে বন্ধু সঞ্জয়ের সঙ্গে মিলে তাঁকে যথাসাধ্য সহায়তার চেষ্টা করেছিলেন মহারাজ।

আরও পড়ুন : তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র

বাবা চণ্ডী গাঙ্গুলি ছোট্ট সৌরভকে ক্রিকেটার তৈরির প্রথম দায়িত্ব দিয়েছিলেন অশোক মুস্তাফিকে। তিনি যে সেই কাজ দায়িত্বের সঙ্গে পালন করেছিলেন তাঁর প্রমাণ পেয়েছে গোটা বিশ্ব।