Home খেলা পরলোকে ক্রিকেটীয় অভিধান কিশোর ভিমানি

পরলোকে ক্রিকেটীয় অভিধান কিশোর ভিমানি

by banganews

বঙ্গ নিউস, ১৫ অক্টোবর, ২০২০ঃ  চলে গেলেন ক্রিকেটের জীবন্ত এনসাইক্লোপিডিয়া কিশোর ভিমানি (৮১)। আইপিএল-এর ভরা মরশুমেই নিভে গেলেন সংবাদজগতের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট তারকা।
সেপ্টেম্বর মাসে করোনা পজিটিভ রিপোর্ট আসার পর থেকেই বেসরকারি নার্সিংহোমে ছিলেন বর্ষীয়ান এই ক্রিকেট ব্যক্তিত্ব তথা প্রাক্তন সাংবাদিক। লড়ছিলেন একাধিক শারীরিক গোলযোগের সঙ্গে। অবশেষে সমস্ত লড়াই শেষ হয়ে গেল আজ, বৃহস্পতিবার ভোরবেলা। হৃদক্রিয়া স্তব্ধ হয়ে চলে গেলেন কিশোর ভিমানি।

আরও পড়ুন ফেসবুকে অঞ্জলি, নিউ নর্মালে অভিনব পুজো সল্টলেক এফডি ব্লকের

তিনি যে শুধুই ক্রিকেটলিখিয়ে এবং বিশেষজ্ঞ ছিলেন, তা নয়। নামী ধারাবিবরণীকারও ছিলেন। ১৯৮৬ সালে যে ঐতিহাসিক ভারত-অস্ট্রেলিয়া টাই ম্যাচ হয়েছিল, তার ধারাবিবরণীতে ছিলেন কিশোর ভিমানী।
এমন অভিজ্ঞ এবং বিরল ক্রিকেটবোদ্ধার মৃত্যুতে গভীর শোকের ছায়া সর্বত্র। বিষান সিং বেদি, ডেরেক ও ব্রায়েন, রাজদীপ সারদেশাই, বোরিয়া মজুমদার প্রমুখ তাবড় ক্রিকেট এবং কিশোর অনুরাগীরা টুইটারে জানিয়েছেন শোকবার্তা।

You may also like

2 comments

Leave a Reply!