TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দাদাই তো নেই ! ভাইফোঁটার দিনে মন খারাপ বোন শকুন্তলার

বঙ্গ নিউস, ১৬ নভেম্বর, ২০২০ঃ প্রতিবছর আয়োজন হত ভাইফোঁটার, প্রদীপ জ্বলত, শাঁক বাজত। এবার শুধুই শূন্যতা। ভাইফোঁটার দিনে মেতে উঠত রাধাকৃষ্ণপুরের বাড়ি। কিন্তু আর কিছুই হবে না। বাড়ির ছেলেটাই যে নেই। গত ১৭ জুন লাদাখে ভারত চিন সীমান্তে সেনা সংঘর্ঘে শহীদ হয়েছেন রাজেশ ওরাং। বোন শকুন্তলার কথায়, প্রতিবছরই সকাল সকাল চলে আসি এইবাড়িতে। ফোঁটা দিই দাদাকে। কিন্তু এবছর আর হবে না। দাদাই তো নেই।

আরও পড়ুন মহিষাদলে শুভেন্দুর সভা

প্রত্যেক বছর পুজোয় ছুটি নিয়ে বাড়ি আসতেন রাজেশ। ভাইফোঁটা কাটিয়ে কাজে ফিরতেন। কিন্তু এবার গোটা মানুষটাই নেই। এই বাস্তবটাকে কিছুতেই মেনে নিতে পারছেন না শকুন্তলা। তিনি বলেন, এবছর ভাইফোঁটার কোনোও অনুষ্ঠানও হবে না, তবুও এসছি, দাদার স্মৃতিটা তো রয়ে গেছে এবাড়িতে। দেশের জন্য প্রাণ দিয়েছেন রাজেশ তবুও এই মুহুর্তটাকে কিছুতেই ভুলতে পারছেন না বোন শকুন্তলা। দাদা বীর সৈনিক কিন্তু দাদা তো, তাই আজকের দিনে মন বিষন্ন বোন শকুন্তলার।