TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আমফানে বিধ্বস্ত বাংলার জন্য মন ভারাক্রান্ত শাহরুখের! ট্যুইট করে সমবেদনা জানালেন।

সাধারণ মানুষের দুঃখে তার প্রাণ কাঁদে। তিনিও সাধারণ মানুষের ব্যাথায় সমব্যথী। সবরকম পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। তিনি হলেন বলিউডের অন্যতম সুপারস্টার বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর শাহরুখ খান। আইপিএলে তাঁর দল কলকাতা নাইট রাইডার্স তুমুল জনপ্রিয়। নাইটদের ম্যাচ থাকলেই ইডেন গার্ডেন্স ভরিয়ে খেলা দেখতে আসেন সমর্থকেরা। বাংলা সম্প্রতি এক ভয়াবহ দূর্যোগ কাটিয়ে উঠেছে। আমফান ঘূর্ণিঝড় তছনছ করে দিয়ে গেছে বাংলাকে। শুক্রবার শাহরুখ ট্যুইট করেছেন ‘ঘূর্নিঝড় আমফানে ক্ষতিগ্রস্থ দের জন্য ভীষণ খারাপ লাগছে, তাদের জন্য আমার সহানুভূতি রইল’ বলিউডের বাদশা আরও বলেছেন ‘বাংলার প্রত্যেক মানুষ আমার খুব কাছের, ওরা সবাই আমার নিজের লোক, ওদের এই পরিস্থিতিতে খুব খারাপ লাগছে, খবরটা শোনার পর থেকে শূন্যতা গ্রাস করছে’। বলিউডের বাদশা একথাও স্বীকার করেছেন কলকাতা তাকে কতটা ভালোবাসে। আর বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে তিনি দিদির মত ভালোবাসেন আর মমতা বন্দোপাধ্যায় যে তাকে যথেষ্ট স্নেহ করেন সেও তিনি বলেছেন।

এই পরিস্থিতিতে তিনি রাজ্যের পাশে থাকতে চান কিং খান। তার দল কেকেআর এর তরফে খোলা হয়েছে আমফানের হেল্পলাইন। আমফানে বাংলার পরিস্থিতি দেখে খুবই বিষন্ন শাহরুখ। বলিউড বাদশার কথায় ‘এই কঠিন সময় আমাদের ইতিবাচক থাকতে হবে। যতক্ষণ না একসাথে সকলে হাসতে পারছি’।