Home বিনোদন নতুন বছরে বাদশার চমক

নতুন বছরে বাদশার চমক

by banganews

কোনদিন গতানুগতিক জীবন ছিল না তার৷ মহামারী পরবর্তী কঠিন সময়েও তাই ২০২১ এর নতুন বছরকে স্বাগত জানালেন অন্যভাবে৷ জানিয়ে দিলেন, নতুন বছরেই বড়পর্দায় ক্যামব্যাক করবেন বাদশা৷ নিজেই সম্প্রতি এই খবর জানিয়েছেন টুইটারে৷ পুরনো বছরের কথা দিয়ে শুরু করেন৷ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলতে শুরু করেন কীভাবে পুরনো বছরের কঠিন সময়ে সকলে লড়াই করেছেন৷

আজ তিনি বলিউডের বাদশা৷ একসময় লড়াই করেছেন জীবনে৷ তাই তিনি বিশ্বাস করেন, জীবনে চলার পথে খারাপ সময় আসে৷ কিন্তু সেই খারাপ সময় কেটে গেলেই ভালো সময় আসে৷ তাই শাহরুখের বিশ্বাস নতুন বছরে সমস্ত কিছু ভাল হবে। তিনি বলেন, “তাহলে ২০২১ সালে বড়পর্দায় দেখা হচ্ছে!”

শুভেন্দুকে রুখতে বড় দায়িত্ব পেলেন অখিল গিরির ছেলে

 

২০১৮ সালে ‘জিরো’র (Zero) ব্যর্থতার পর, বিরতি নিয়েছিলেন শাহরুখ। ২০২০ এর শেষে ‘পাঠান’ (Pathan) এর শুটিং শুরু করেন। নতুন বছরে বাদশার নতুন ছবি মুক্তি পাবে জেনে ভক্তরা আনন্দিত, শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে৷

You may also like

Leave a Reply!