TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

হাসপাতালের বাইরে অসহায় বৃদ্ধাকে মারধর, ধৃত অভিযুক্ত নিরাপত্তারক্ষী

প্রয়াগরাজ, ৮ ই অগাস্ট,২০২০ : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে স্বরূপ রানী নেহেরু হসপিটালের বাইরে অসহায় বৃদ্ধ মহিলাকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হলো এক নিরাপত্তারক্ষীকে। সঞ্জয় মিশ্র নামের ওই কর্মীকে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় এলোপাথাড়ি লাথি ,ঘুষি মারতে দেখা গিয়েছে। শোনা গিয়েছে আক্রান্ত মহিলার মর্মান্তিক চিৎকার । ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুক্রবার রাতে অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : করোনার ফাঁদে গায়েব ৫৫ লক্ষ

কেন ওই বৃদ্ধাকে মারধর করা হল তা জানা যায়নি। স্বরূপ রানি নেহেরু হসপিটালের ট্রমা সেন্টারে ভর্তি রয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় মারধরের ভিডিওটি ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে অসহায় মহিলা মাটিতে শুয়ে চিৎকার করছেন এবং অমানুষিকভাবে তার গায়ে লাথি মারছে অভিযুক্ত সুরক্ষা কর্মী। আরও দুজনকে সেখানে দর্শকের ভূমিকায় দেখা গিয়েছে।

আরও পড়ুন :  হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের জন্য চালু হলো ‘স্পর্শ- প্রয়োজনে প্রিয়জন’

যে বেসরকারি সংস্থা থেকে ওই সুরক্ষা কর্মীকে নিযুক্ত করা হয়েছিল, তাদের ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়।
ঘটনার নিন্দা করে ট্যুইট করেন লালুপ্রসাদ যাদব। সমাজে যেধরনের অমানবিক আচরণ ঘটছে তাতে তিনি লজ্জিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, বৃদ্ধার মানসিক ও আর্থিক অবস্থার বিবেচনা না করেই চিকিৎসা পরিষেবা দেওয়া হাসপাতালে কর্তব্য, সেখানে পরিষেবার পরিবর্তে আক্রান্ত হওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।