Home দেশ বাড়ি ফিরলেন করোনামুক্ত অভিষেক বচ্চন

বাড়ি ফিরলেন করোনামুক্ত অভিষেক বচ্চন

by banganews

মুম্বই, ৮ অগাস্ট, ২০২০: অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিষেক বচ্চন। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিষেক এখন করোনামুক্ত ও সম্পূর্ণ সুস্থ। অভিষেক নিজেই টুইট করে তাঁর সুস্থতার খবর জানিয়েছেন। তিনি লিখেছেন—“যেমনটা কথা দিয়েছিলাম! আজ দুপুরে আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমি বলেছিলাম আমি করোনাকে হারিয়ে দেব।’ ট্যুইটে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। কৃতজ্ঞতা জানিয়েছেন নানাবতী হাসপাতালের চিকিৎসক,নার্সদের প্রতিও।

আরও পড়ুন :  হাসপাতালের বাইরে অসহায় বৃদ্ধাকে মারধর, ধৃত অভিযুক্ত নিরাপত্তারক্ষী

গত ১১ জুলাই হাসপাতালে ভর্তি হন অভিষেক। দীর্ঘ ২৮ দিন পর বাড়ি ফিরলেন। বাবা অমিতাভ, স্ত্রী ঐশ্বর্য আর মেয়ে আরাধ্যা অাগেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কোমর্বিডিটি থাকায় সুস্থ হতে সময় লাগল অভিষেকের। আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন জুনিয়র বচ্চন।

You may also like

Leave a Reply!