TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সঞ্জয় রাউতকে হুমকির অভিযোগ, টালিগঞ্জ থেকে গ্রেফতার যুবক

কলকাতা ১১ সেপ্টেম্বর, ২০২০ : অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নাম নিয়ে সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দেওয়ায় টালিগঞ্জ থেকে এক যুবককে গ্রেফতার করল মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ৪০বছর বয়সী ওই যুবকের নাম পলাশ বসু। তিনি পেশায় জিম প্রশিক্ষক।
মহারাষ্ট্র প্রশাসন বনাম কঙ্গনার দ্বৈরথে জড়িয়ে শিবসেনার সাংসদকে হুমকি দেওয়া অপরাধীর খোঁজে এরাজ্যে আসে মুম্বই পুলিশ।

আরও পড়ুন ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত রাজ্য পুলিশের আধিকারিক সহ ৩

সূত্রের খবর, সঞ্জয় রাউতকে কল করতে আধুনিক
ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করেছিল অভিযুক্ত। সাংসদের হেনস্থায় নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ফোনের আইপি অ্যাড্রেস ট্র‍্যাক করে, কলকাতা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় পলাশকে। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে।

তদন্তের স্বার্থে অভিযুক্তের মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তকে মুম্বইয়ে নিয়ে যাওয়ার জন্য আলিপুর আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন করে মুম্বই পুলিশ।

আরও পড়ুন অনুরাগ ও কুনালের আজবকাণ্ড! অর্ণব গোস্বামীকে জুতোর স্মারক দিতে গেলেন রিপাবলিক টিভি অফিসে

পলাশের পরিবারের দাবি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। পলাশের আইনজীবীর জানিয়েছেন, তাঁর মক্কেল কঙ্গনার ভক্ত নন। তাই অকারণে সাংসদকে হুমকি দেওয়া তার পক্ষে অস্বাভাবিক। তিনি আরও জানান, উপযুক্ত প্রমাণ দাখিল করেই পলাশকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।