Home বঙ্গ ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত রাজ্য পুলিশের আধিকারিক সহ ৩

ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত রাজ্য পুলিশের আধিকারিক সহ ৩

by banganews

হুগলি, ১১ সেপ্টেম্বর ২০২০ : হুগলির দাদপুরে সাতসকালে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন রাজ্য পুলিশের কমান্ডিং অফিসার দেবশ্রী চট্টোপাধ্যায়। একইসঙ্গে মৃত্যু হয়েছে গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষীরও।
জানা গিয়েছে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। গতিবেগ বেশি থাকায় পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। কয়েকজন পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার সেসময় ওই এলাকায় টহল দিচ্ছিলেন। তাঁরা গাড়ি থেকে তিন জনকে উদ্ধার করে চুঁচড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান। পুলিশ আধিকারিক দেবশ্রী চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষী তাপস বর্মন এবং গাড়িচালক মনোজ সাহাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আরও পড়ুন তমলুক জেলা আদালতের এজলাসে ভোর রাতে আগুন, ঘটনাস্থলে দমকল

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির ডাবগ্রাম থেকে গাড়ি নিয়ে বেহালা পর্ণশ্রীতে নিজের বাড়ি ফিরছিলেন রাজ্য পুলিশের সিইও দেবশ্রী চট্টোপাধ্যায়। কীভাবে দুর্ঘটনা ঘটে তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় এখনও বিশেষ কিছু জানা যায়নি। গাড়ি থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষা জন্য পাঠানো হয়েছে।

You may also like

2 comments

Leave a Reply!