TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চূড়ান্ত বিপর্যের মুখে বলিউড, কিন্তু কেন?

মুম্বই, ১৫ সেপ্টেম্বর, ২০২০: বলিউডের সবচেয়ে বড় ভিলেন কে? করোনা। সাড়ে ছ‘মাস লকডাউনের জেরে এবছর মুম্বই ইন্ডাস্ট্রির যত ক্ষতি হয়েছে, এত ক্ষতির খতিয়ান আর কোনও বছরেই লেখা হয়নি। এখনও অবধি যা হিসেব, বলিউডের ক্ষতির পরিমাণ প্রায় পাঁচহাজার কোটি টাকা।

আরও পড়ুন মাদক নিয়ে সংসদে সরব জয়া বচ্চন, যা বললেন অমিতাভ ঘরণী

মার্চ মাস থেকে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের শুটিং বন্ধ ছিল দীর্ঘকাল। পুনঃসম্প্রচারের পথে হেঁটে কোনওরকমে অস্তিত্ব টিকিয়ে রাখে টেলিভিশন দুনিয়া। যদিও বর্তমানে, নিও নর্মাল পরিস্থিতিতে কাজ শুরু হয়েছে, কিন্তু প্রয়োজনের চেয়ে তা অপ্রতুল। আবার করোনা বিধির জন্য শুটিংয়ের খরচাও বেড়েছে।
এক্সিবিউটর-ডিস্ট্রিবিউটর অক্ষয় রাঠি জানান, সুরক্ষাবিধির প্রস্তাবনা সরকারকে দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত সিনেমা হল খোলার অনুমতি মেলেনি।
এমনিতেই সিনেমার মুক্তি বন্ধ হওয়ার পরে প্রায় পনেরোশো কোটি লোকসান। তারপর বড় বাজেট সিনেমাগুলোর শুটিং বন্ধ থাকার কারণে ভেঙে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার সেট। যেমন ‘গঙ্গুবাই কোঠিয়াওয়াদি’র কয়েক কোটি টাকার সেট ভেঙে দিয়েছেন সঞ্জয় লীলা বনশালি। ভেঙেছে বড় বাজেটের ’ময়দান’ ছবির সেটও।

আরও পড়ুন ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে ফের লকডাউন ? কেন্দ্রীয় সরকার যা জানাল

আবার বহু ছবির বিদেশে শুটিং স্থগিত হয়েছে। কলাকুশলীদের বিমার জন্য বিরাট পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে।
সবমিলিয়ে করোনার কামড়ে নাভিশ্বাস ভারতের সবচেয়ে লাভজনক ফিল্ম ইন্ডাস্ট্রির। ইতিহাসে এই প্রথম।