TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

শচিন ভারতীয় দলের সম্পদ, বোঝালেন এক বিদেশি!

বিশ্বকাপ জিতে রাজকীয় সম্মানে ক্রিকেটকে বিদায় জানালেন বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি শচিন তেন্ডুলকর। এ ছবি সর্বত্র ভারতীয়দের চোখে আর মনে আজও আঁকা আছে। কিন্তু জানেন কি, গ্যারি কার্স্টেন যদি না আসতেন, তাহলে এই ফ্রেম তৈরি হতো না কোনওদিনই। ধোনির বিশ্বকাপের পাঁচ বছর আগেই বিদায় নিয়ে নিচ্ছিলেন মাস্টার ব্লাস্টার।
কেন?

আরো পড়ুন – করোনা রুখতে গেম—পাকিস্তানের বিস্ময়কর আবিষ্কার

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ বলছেন, শচিন তখন ব্যাট করতে নামতেন তৃতীয় বা চতুর্থ পজিশনে। কিন্তু ওই পজিশনে একেবারেই স্বচ্ছন্দ ছিলেন না তিনি। তাই ক্রিকেটকে আর উপভোগ করতে পারছিলেন না। অবসরের ভাবনা ভেবেই ফেলেছিলেন প্রায়।

কিন্তু কার্স্টেন দায়িত্ব নেওয়ার পর শচিনের অসুবিধে বুঝতে পেরে তাঁকে আবার ওপেনিং স্লটে ফিরিয়ে আনেন। তারপর আবার সেই শচিন ম্যাজিক শুরু। তিন বছরে ১৯টা সেঞ্চুরি!

আরো পড়ুন – রাশিয়া থেকে ভারতীয় পড়ুয়াদের নিজ উদ্যোগে দেশে ফেরাচ্ছেন তৃণমূল সাংসদ -অভিনেতা দেব!

“আমি কেবল শচীনকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছিলাম। ওকে বলার কিছু ছিল না। খেলা নিয়ে পরিষ্কার ধারণা ছিল। খালি সুস্থ একটা পরিবেশের ওর প্রয়োজন ছিল। শুধু শচীন নয় গোটা দলেরই এমনটা প্রয়োজন ছিল, যাতে ওরা নিজেদের সেরাটা তুলে ধরতে পারে,” বলছেন গ্যারি কার্স্টেন।