TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কৃষি আইনের প্রতিবাদে NDA জোট থেকে সরে দাঁড়াল RLP

দিল্লি, ২৬ ডিসেম্বর, ২০২০ঃ কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছে গোটা দেশ। বিরোধী দলের পাশাপাশি কৃষি আইনের প্রতিবাদে বিজেপি সঙ্গ ত্যাগ করেছে শিরোমণি অকালি দল। এবার বিজেপির সঙ্গ ত্যাগ করল রাস্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি বা RLP। গত কয়েকদিন ধরেই কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছেন আরএলপি প্রধান। কৃষকদের বিরোধিতাকে সমর্থন করে কেন্দ্রের ভূমিকায় ক্ষুব্ধ হয়েছিলেন আরএলপি প্রধান হনুমান বেনিয়াল।

আরও পড়ুন দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়া পর্যটককে উদ্ধার করল নুলিয়ারা

এমনকি কেন্দ্রের তিন সংসদীয় কমিটি থেকে পদত্যাগ করেন তিনি। এবার জোট থেকেই সরে দাঁড়ালেন। এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে হনুমান বেনিয়াল রাজস্থানে আলোয়ারের এক সভায় বলেন, ‘কৃষক বিরোধী কোনও জেটের সঙ্গে থাকতে পারব না। সংসদে যখন কৃষি বিল আনা হয়েছিল তখন আমি ছিলাম না। যদি থাকতাম তাহলে ওই বিল ছিঁড়ে ফেলতাম।’ এনডিএ ছাড়ার আগেই কৃষক আন্দোলনে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন বেনিয়াল। ইতিমধ্যেই যোধপুর, জয়পুর, নাগাউর, বারমেঢ় সহ একাধিক জায়গায় কৃষক আন্দোলনে নেতৃত্ব দিতে শুরু করেছেন বেনিয়াল।