Home দেশ কৃষক নেতার সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী

কৃষক নেতার সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী

by banganews

কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কৃষি আইন প্রত্যাহার না করলে দেশ জুড়ে আন্দোলনে নামবে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষক আন্দোলনে পাশে থাকার বার্তা নিয়ে দিল্লি হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে পৌঁছে গিয়েছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। ডেরেকের মাধ্যমে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায় কে বোন বলে সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছেন।

সিঙ্গুর আন্দোলনের বর্ষপূর্তিতে টুইট করে কৃষকদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে সরব হয়েছে সব বিরোধী দলগুলি। আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুরে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। সেখানে কৃষক আন্দোলনকে আরও জোরদার করতে চাইছে তৃণমূল নেতৃত্ব। কৃষকদের সঙ্গে আলোচনা না করেই এই বিল পাশ করানো হয়েছে। কৃষকদের পূর্ণ সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে কৃষক বিরোধী আইন কে হাতিয়ার করে আন্দোলন কে জোরদার করছে তৃণমূল।

You may also like

Leave a Reply!