বঙ্গ নিউস, ৫ ডিসেম্বর, ২০২০ঃ কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। আইন প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এদিকে কৃষি আইনের বিরোধিতায় বিজেপির সঙ্গ ত্যাগ করেছে একদা বিজেপির জোট সঙ্গী অকালি দল। এমনকি কেন্দ্রের দেওয়া পদ্মবিভূষণ সম্মান ফিরিয়ে দিয়েছেন অকালি দলের নেতা প্রকাশ সিং বাদল।
আরও পড়ুন বাইক আরোহীদের জন্য নতুন নিয়ম জারি করল কলকাতা পুলিশ, জেনে নিন কী সেই নিয়ম
এবার কৃষি আইনের বিরোধিতায় তৃণমূলের সঙ্গে বৈঠকে বসল অকালি দল। আজ দুপুরে তৃণমূল ভবনে অকালি দলের তিন সাংসদের সঙ্গে এই বৈঠক হয়। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তিনটি কৃষি বিলই প্রত্যাহার করতে হবে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে আইন প্রত্যাহার করা সম্ভব নয়, সংশোধন করা হবে কিন্তু কৃষকরা স্পষ্ট বলেছে আইন প্রত্যাহার না হলে লাগাতার আন্দোলন চলবে। আগামী ৮ ডিসেম্বর কৃষি আইনের প্রতিবাদে ভারত বনধ ডেকেছে কৃষক সংগঠন।