দিঘা, ২৬ ডিসেম্বর, ২০২০ঃ নিউ নর্মালে বড়দিনের ছুটিতে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় ভিড় জমিয়েছে পর্যটকরা। সেই সমস্ত পর্যটক সমুদ্র স্নানে মেতে উঠেছেন। শনিবার দুপুরের নিউ দিঘার মেরিনা ঘাটের কাছে এক মহিলা পর্যটক সমুদ্রে তলিয়ে যাওয়ার সময় কর্তব্যরত নুলিয়াদের নজরে আসে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে তারা।
আরও পড়ুন ফের বিস্ফোরক চিঠি সুদীপ্ত সেনের, পূর্ণাঙ্গ তদন্ত দাবি কুনাল ঘোষের
স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। জানা গিয়েছে মহিলার নাম নেহা পাল চৌধুরী। তিনি উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে পরিবারের সঙ্গে দিঘা বেড়াতে গিয়েছিলেন। স্নান করার সময় সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যায়।টানা তিনদিন ছুটি থাকায় বড়দিনের আনন্দ উপভোগ করতে বৃহস্পতিবার রাত থেকে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় পর্যটকদের ভিড় জমতে থাকে। ভিড় সামাল দিতে পুলিশের নজরদারি ছিল পর্যটন এলাকা জুড়ে। আহত মহিলা দিঘার স্টেট জেনারেল হাসপাতালে চিকিসাধীন।