TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

স্বাস্থ্যখাতে ব্যয় কম বলেই কি করোনা?

করোনাভাইরাস এ সবচেয়ে গুরুতর ভাবে আক্রান্ত ইতালির যে অঞ্চলগুলো তারমধ্যে বারগামো শহর অন্যতম। এবার সেই অঞ্চলে করোনাভাইরাস এ মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যরা স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। স্থানীয় কর্তৃপক্ষ নাকি তাদেরকে কার্যত পরিত্যাগ করেছিল। তা নিয়ে এক আইনি লড়াইয়ও শুরু করেছেন এই মারন ভাইরাসে মারা যাওয়া আত্মীয়-স্বজনরা কর্তৃপক্ষের বিরুদ্ধে। তাদের কথায় তারা কোনো প্রতিশোধ বা ক্ষতিপূরণ চায় না–বরং কর্তৃপক্ষের যেসব ভুল হয়েছে তা বিচার করে দেখা হোক। প্রসঙ্গত, ইতালিতে করোনাভাইরাসে প্রায় ৩৪ হাজারের মত মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন।

আরো পড়ুন:-বন্ধ হয়ে গেল কলকাতা বিমানবন্দরের কোয়ারেন্টাইন কেন্দ্র

প্রসঙ্গত,এর আগে সেদেশে লকডাউন শিথিল করার যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, তখন প্রধানমন্ত্রী জুজেপ্লে করতে স্বীকার করেছিলেন লকডাউন শিথিল হলেও এতে ‘সুনির্দিষ্ট ঝুঁকি’ রয়েছে। শরীরচর্চা কেন্দ্র, সুইমিং পুল এবং খেলাধুলোর জায়গাগুলো ২৫ মে থেকে এবং সিনেমা থিয়েটার ১৫ জুন থেকে খুলে দেবার কথা ঘোষণা করা হয়েছিল। এমনকি এটাও বলা হয়েছিল যে দু- সপ্তাহ কোয়ারেন্টাইন এ না গিয়েই ইতালিতে প্রবেশ করতে পারবে ইউরোপীয় পর্যটকরা। প্রধানমন্ত্রী বলেন, দেশের বাণিজ্য প্রতিষেধক আবিষ্কার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবেন না,কারণ তাহলে দেশে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বড় ভাঙন শুরু হবে।

আরো পড়ুন:-ধর্মগুরু দলাইলামার জন্মদিনে মুক্তি পেতে চলেছে ‘ইনার ওয়াল্ড’