TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

২২ শে শ্রাবণে অলিম্পিকের মঞ্চে রবীন্দ্রনাথের গান

গত শনিবার জ্যাভলিনে নীরজ চোপড়ার হাত ধরে ভারতের ঘরে এল সোনা। গোটা দেশবাসীর উচ্ছ্বাসের সীমা নেই কারণ, অ্যাথেলেটিক্স বিভাগে এই প্রথম পদক পেল ভারত৷ তাও আবার সেরার সম্মান। সেই জয়ের প্রসঙ্গেই ২২ শে শ্রাবণ সেটেডিয়ামে বাজল ভারতের জাতীয় সঙ্গীত। মৃত্যু দিনে কবিগুরুর সেরা সম্মান।

টোকিও অলিম্পিক ২০২০-র মঞ্চে এমনই এক ইতিহাস তৈরি করল নীরজ। এই আনন্দেই সুদূর টোকিও স্টেডিয়ামে ২২শ্রাবণ বাজতে শোনা গেল ভারতের জাতীয় সঙ্গীত “জন গন মন।” দিনটা রবীন্দ্রনাথের মৃত্যু দিনও বটে। বিশ্ব কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের এই মাধ্যমের বিকল্প বুঝি আর হতে পারে না।

এদিন জয়ের পরে পোর্ডিয়ামে পদক নিতে উঠে আবেগতাড়িত হন নীরজ। চোখের জল ধরে রাখতে পারেননি।

পিটি ঊষা বা মিলখা সিং – রা নিজেদের স্বপ্নকে অল্পের জন্য সত্যি করতে পারেননি। এজন্য আক্ষেপ ছিল দেশবাসীর মনে, নীরজ এদিন সেই স্বপ্নকে পূরণ করেছেন।