TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বঙ্গ নিউস, ২৫ ডিসেম্বর, ২০২০ঃ  আজ কৃষক আন্দোলন একমাস পূর্ণ হল। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনও অনড় কৃষকরা। একটি ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আজ দেশের সমস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই কৃষকদের বড়দিনের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী। এরপরেই তিনি ঘোষণা করেন প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে পাঠিয়ে দেওয়া হবে। যদিও এই ঘোষণায় সিঙ্ঘু সীমান্তে কৃষক বিদ্রোহ থামবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ কৃষকরা জানিয়ে দিয়েছেন আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

আরও পড়ুন বিরল প্রজাতির পাখি উদ্ধার নন্দীগ্রামে

আজ বৈঠকের শুরুতে নরেন্দ্র মোদী জানিয়েছেন দেশের ৯ কোটি কৃষকের অ্যাকাউন্টে কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে ২০০০ টাকা। এই প্রকল্পে সরকারের প্রায় ১৯ হাজার কোটি টাকা খরচ হবে। প্রয়াত প্রাক্তন প্রধান মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমল থেকে বিজেপি কৃষিতে জোর দিয়ে আসছে। মোদী সরকারও কৃষকদের নিয়ে ভাবিত। আজকের বৈঠকে একথা স্পষ্ট করে দিয়েছেন নরেন্দ্র মোদী।