নন্দীগ্রাম, ২৫ ডিসেম্বর, ২০২০ঃ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদামবাড়ী ১নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণনগর গ্রামের এক মাঠ থেকে এক বিরল প্রজাতির পাখি উদ্ধার করেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা দীপঙ্কর দাস জানান গতকাল বিকেলে পাশের একটি মাঠে অসুস্থ অবস্থায় একটি পাখি সকলের নজরে আসে, কাক অথবা কোন শিকারি পাখির দ্বারা আহত হয়ে মাঠে দৌড়াতে দেখা গেছিল পাখিটিকে, এর ওজন প্রায় ১০-১২কেজি হবে। সঙ্গে সঙ্গে পাখিটিকে উদ্ধার করে স্থানীয় একটি ফাঁকা দোকান ঘরে রেখে, বনদপ্তরে খবর দেওয়া হয়।
আরও পড়ুন পরিবর্তন হল আগামী শিক্ষাবর্ষে স্কুলে ছুটির তালিকা
বনদপ্তরের লোক আসলে তাদের হাতে পাখিটি তুলে দেওয়া হয়। এই পাখিটিকে দেখার জন্য উৎসুক জনতার ভীড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় দের অনেকের দাবি এটি একটি “গোল্ডেন ঈগল” , এবং এটি একটি বিলুপ্ত প্রায় পাখি। যাতে পাখিটি কে সুস্থ করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয় সেইজন্য বনদপ্তরের কাছে আবেদন জানিয়েছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।