Home দেশ কৃষকদের পাশে দাঁড়াতে জিপ চালিয়ে হাজির দাদি

কৃষকদের পাশে দাঁড়াতে জিপ চালিয়ে হাজির দাদি

by banganews

দিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২০ঃ প্রায় একমাসের কাছাকাছি কৃষক আন্দোলন চলছে। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরোধিতায় সরব হয়েছে সেলেব থেকে সব রাজনৈতিক দলগুলি। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠন। এবার কৃষকদের পাশে দাঁড়াতে ২৫০ কিলোমিটার জিপ চালিয়ে সিঙ্ঘু সীমান্তে পৌঁছে গেলেন ৬২ বছরের মনজিৎ কৌর।

আরও পড়ুন সাইক্লোনের জন্য ক্ষতি হতে পারে দেশের ২ কোটি মানুষের

পাটিয়ালায় থাকেন তিনি, সেখান থেকে খোলা জিপে সিঙ্ঘু সীমান্তে পৌঁছে গিয়েছেন দাদি। সঙ্গে রয়েছেন ৫ জন মহিলা। কৃষকদের পাশে দাঁড়াতে মহিলা গ্যাং নিয়ে হাজির হয়েছেন মনজিৎ কৌর। এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে আজ দেশের বিভিন্ন প্রান্তে ৯ কোটি কৃষকের সঙ্গে কথা বলবেন নরেন্দ্র মোদী। এর পাশাপাশি পিএম কিসান প্রকল্পে পরবর্তী কিস্তির ১৮,০০০ কোটি টাকা বণ্টন করবেন। কৃষকদের বোঝাতে দেশজুড়ে ১০০টি সাংবাদিক বৈঠক ও ৭০০টি সভা করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষিমন্ত্রীর খোলা চিঠি বিলি করা হবে কৃষকদের।

You may also like

Leave a Reply!