TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বাবার লেখা বই প্রকাশ হোক চান না প্রণবপুত্র, সহমত নন শর্মিষ্ঠা

বঙ্গ নিউস, ১৫ ডিসেম্বর, ২০২০ঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের লেখা বই ‘দ্য প্রেসিডেন্সিয়াল মেমোরি’-এর প্রকাশনা বন্ধ করা হোক ৷ রূপা পাবলিকেশনকে ট্যুইট করে লিখলেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়৷

অভিজিৎ মুখোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, ‘আমি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ৷ আমি চাই, আমার বাবা প্রণব মুখোপাধ্যায়ের লেখা দ্য প্রেসিডেন্সিয়াল মেমোরি’র প্রকাশনা বন্ধ করা হোক ৷ প্রথমে আমি ওই বইটি ভালো করে পড়ে দেখব, ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করব, তবে সেই বই প্রকাশ করার অনুমতি মিলবে ৷ বাবা বেঁচে থাকলেও এমনিটই চাইতেন !’

আরও পড়ুন মোবাইল উৎপাদনে চিনকে ছাপিয়ে যেতে চায় ভারত

কিন্তু এই টুইটের বক্তব্যের একেবারে বিপরীতে প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় জানালেন, ‘বাবাকে টেনে সহজে জনপ্রিয় হওয়ার পন্থা ছেড়ে দাও ৷ এই বইটি বাবা অসুস্থ অবস্থাতেই লিখেছিলেন এবং চেয়েছিলেন এই বইয়ের লেখা যেন অবিকল তিনি যেমন লিখেছেন তেমনই থাকে ৷ ’