TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

নতুন বছরে প্লাস্টিক নিষিদ্ধ এই রাজ্যে, বেড়াতে যেতে চাইলে সাবধান

পরিবেশ দূষিত করতে প্লাস্টিকের জুড়ি মেলা ভার। পরিবেশকে রক্ষা করতে তাই একটি সিদ্ধান্ত নিয়েছে একটি রাজ্য। এবার থেকে এই রাজ্যে আর প্লাস্টিকের বোতলে জল খাওয়া যাবে না। এই সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। আগামী বছরের পয়লা তারিখ থেকে সিকিমে প্লাস্টিক বোতল নিষিদ্ধ হতে চলেছে। সিকিম বেড়াতে যান প্রচুর মানুষ। পর্যটকদের জন্যও এই নিয়ম বহাল থাকবে। সিকিমের পর্যটন বোর্ডের তরফে তাই পর্যটকদের আগে থেকেই সতর্ক করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে জরিমানার সাথে সাথে শাস্তিও হতে পারে। ২০২২ সালে তাই সিকিমে বেড়াতে গেলেই আগে থেকে সাবধান হয়ে যান। রাজ্যের সর্বত্র কঠোরভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

উল্লেখ, সিকিম সরকার জৈব ও বায়োডিগ্রেডেবল প্রকল্পগুলি চালু করতে চাইছে। তাই প্লাস্টিক নিষিদ্ধ করে গ্রামবাসীদের বাঁশ ও অন্যান্য জৈব উপকরণ থেকে বোতল তৈরি করতে উত্‍সাহিত করা হচ্ছে।

রিয়েলিটি শো এর মঞ্চে প্রকাশ্যে বিয়ের আশীর্বাদ! এও সম্ভব

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ভারতের প্রথম রাজ্য হিসেবে সিকিমে প্লাস্টিক ক্যারি ব্যাগের নিষিদ্ধ করা হয়েছিল। এমন ব্যতিক্রমী সিদ্ধান্তের জন্য এই রাজ্য সকলের থেকে আলাদা ও মডেল রাজ্য হয়ে উঠেছে।