Home বঙ্গ এবার শীতে যেতে পারবেন সিকিম

এবার শীতে যেতে পারবেন সিকিম

by banganews

সিকিম, ২৩ নভেম্বর, ২০২০ঃ শীতের শুরুতে পর্যটকদের জন্য সুখবর। করোনা আবহে যাবতীয় বিধিনিষেধ তুলে নিল সিকিম সরকার। স্বভাবতই আগের মতো দল বেঁধে সিকিম বেড়াতে যাওয়া যাবে৷ সিকিম সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগের মতোই যাত্রীরা গাড়িতে করে ঘুরে বেড়াতে পারবেন। গাড়ির ভাড়াও আগের মতই আছে৷

আরও পড়ুন জগদ্ধাত্রী পুজোতেও প্রবেশ নিষেধ বেলুড়মঠে

করোনা সংক্রমণ এড়াতে গাড়িতে সংখ্যায় কম যাত্রী নেওয়ার অনুমোদন দিয়েছিল সিকিম সরকার। সিকিমের প্রধান শিল্প পর্যটন তাই সংক্রমণের মাত্রা একটু কম হতেই বিধিনিষেধ শিথিল করা হচ্ছে৷

করোনা আবহে ব্যাপক ক্ষতির মুখে পর্যটন শিল্প। নিয়ম শিথিল হওয়াতে শুধু সিকিম নয়, বাংলার পর্যটন শিল্পও লাভবান হবে বলে মনে করা হচ্ছে। সিকিমে সবচেয়ে বেশি ঘুরতে যান বাঙালিরাই। বিধি শিথিল হলে পর্যটকের সংখ্যা বাড়বে। উপকৃত হবে পর্যটন শিল্প।

You may also like

Leave a Reply!