TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

একদিনের রেকর্ড আক্রান্ত, সংক্রমিত ২৪৯৬, মৃত ৪৫

কলকাতা, ৩১ শে জুলাই, ২০২০ : নতুন করে এদিন এই রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ২ হাজার ৪৯৬ জন মানুষ। গোটা দিনে সব জেলা মিলিয়ে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এই দিনের পরিসংখ্যান যোগ করে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজারের পাল্লা। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৫৮১ জন। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন করোনা রোধে অভিনব আবিষ্কার, চিন্তামুক্ত হবেন ডাক্তাররা

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণের যুগ্ম মন্ত্রক গতদিন এই রাজ্যের করোনা প্রতিরোধে নিয়োজিত স্বাস্থ্য পরিষেবার পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করে। জানা গিয়েছে গভর্নমেন্ট কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা রাজ্যে ৫৮২ টি, সেফ হোম ১০৬ টি এবং হোম কোয়ারেন্টাইন সেন্টার প্রায় ৪,৬৩,০৬৯ টি। এখনো পর্যন্ত এই রাজ্যে অ্যাক্টিভ কেস সংখ্যা ১৯,৯০০। অন্যদিকে ইতিমধ্যে কনটেইনমেন্ট জোন ব্যাতিরেকে বাকি এলাকায় চালু হয়েছে আনলক ৩ পর্ব।