TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দূরপাল্লার ট্রেনে এবার আরামে যাত্রা করুন

এবার দূরপাল্লার ট্রেনযাত্রা হতে চলেছে আরও আরামদায়ক৷ সাইড লোয়ার বার্থের ডিজাইন বদল হচ্ছে৷ সাইড বার্থ রাতে ঘুমোতে কষ্ট হয় যাত্রীদের৷ ঘুমোনোর সময় পাশাপাশি দুটি সিট জুড়ে তারপর শুতে হয়। কিন্তু দুটি সিটের মধ্যের জোড়ার অংশে ফাঁক থাকায় প্রচণ্ড অসুবিধা হয়।

নতুন ডিজাইনে স্প্লিট থাকলেও আলাদা করে স্লাইড সিট দেওয়া হচ্ছে। যাতে প্রয়োজন মত ওপরের দিকে টেনে সিটের উপর পাততে পারবেন যাত্রীরা। নতুন ডিজাইনের ভিডিও প্রকাশ করে রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

ক্ষমতায় এলে আবারও বিনামূল্যে রেশন দেবে মমতার সরকার
এসি থ্রি টিয়ারকে এসি থ্রি টিয়ার টুরিস্ট ক্লাস বলা হবে। ২৩০টি কোচ তৈরি হচ্ছে। প্রতিটি কোচে মোট ১০৫টি সিট । এর ফলে এবার দূরপাল্লার যাত্রা আরও আরামদায়ক হয়ে উঠবে বলে মনে করছে রেলমন্ত্রক।