TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মুসলিমহীন নীতিশের মন্ত্রিসভা, বিহারের ইতিহাসে প্রথম

বিহার, ১৮ নভেম্বর, ২০২০ঃ  ১৬ শতাংশ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত বিহারের রাজনৈতিক ইতিহাসে প্রথম মুসলিমহীন হল নীতিশের মন্ত্রিসভা। বিহার ক্যাবিনেটে ১৪ জন মন্ত্রী শপথ নিয়েছেন কিন্তু তাঁর মধ্যে একজনও মুসলিম সম্প্রদায়ভুক্ত নন। এনিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে জেডিইউর তরফে দাবি করা হয়েছে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় মুসলিম প্রতিনিধিকে তালিকাভুক্ত করা হবে। উল্লেখ্য এবারে কোনো মুসলিম বিধায়কও নেই নীতিশের মন্ত্রিসভায়।

আরও পড়ুন রুপোলি দুনিয়ার লিঙ্গ বৈষম্য কতটা? উত্তর দিচ্ছেন তাপসী

১২৫ টি আসন নিয়ে বিহারের মসনদ দখল করেছে এনডিএ জোট। সোমবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছে নীতিশ কুমার। দুই উপমুখ্যমন্ত্রীসহ সাতজন রয়েছে বিজেপির বিধায়ক। নীতিশ কুমার সহ ৫ জন রয়েছে জেডিইউ-এর বিধায়ক। আর দুজন হাম ও ভিআইপি-র সদস্য। নীতিশ কুমার সহ এই ১৪ জন নিয়ে তৈরি হয়েছে বিহারের মন্ত্রিসভা। অধিকাংশ গুরত্বপূর্ণ দপ্তর রয়েছে বিজেপির হাতে। তবে স্বরাষ্ট্রদপ্তর নীতিশ কুমার নিজের হাতে রেখেছেন। গতবারে নীতিশের মন্ত্রিসভায় মুসলিম সম্প্রদায়ভুক্ত ছিলেন খুরশিদ আলম। এবার সব শ্রেণী সম্প্রদায় ক্যাবিনেটে জায়গা পেলেও মুসলিম সম্প্রদায় বাদ পড়ায় বিতর্ক দেখা দিয়েছে।