TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

পারিবারিক পেনশন বিধিতে নয়া সংযোজন

পারিবারিক পেনশন বিধিতে এসেছে নয়া সংযোজন। বুধবার পেনশন বিধির সংশোধনীতে কেন্দ্র জানিয়ে দিয়েছে, কোনো সরকারি কর্মী যদি খুন হন এবং তাঁর যোগ্য উত্তরাধিকারী সদস্য ওই খুন অথবা খুনে প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত হন, তা হলে পারিবারিক পেনশন থেকে বঞ্চিত হতে হবে অভিযুক্তকে। বুধবার কেন্দ্রের তরফে জারি করা হয়েছে কেন্দ্রীয় সিভিল সার্ভিস (পেনশন) রুলস, ২০২১। যাতে বলা হয়েছে, সে ক্ষেত্রে অন্য কোনো যোগ্য উত্তরাধিকারীকে ওই পেনশন দেওয়া হবে।কেবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি দেখা যায়, সরকারি কর্মীর স্বামী/স্ত্রী এই খুন অথবা খুনে প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত, সে ক্ষেত্রে অন্য কোনো যোগ্য উত্তরাধিকারীকে পেনশনের টাকা দেওয়া হবে। এমনকী, খুন হওয়া সরকারি কর্মীর সন্তান যদি নাবালক হয়, তা হলেও অভিভাবক নিয়োগ করে তাকেই বাবা/মায়ের পেনশন দেওয়া হবে।

এবার রাখতে হবে না ড্রাইভিং লাইসেন্স

কিন্তু অভিযুক্ত স্বামী/স্ত্রীকে তা দেওয়া হবে না।পারিবারিক পেনশন প্রদানের বিষয়ে সিসিএস (পেনশন) বিধি, ১৯৭২-এর বিধি ৫৪-তে একটি উপ-নিয়ম ১১-সি যোগ করে সংশোধনটি কার্যকর করা হয়েছে।যার মূল বিষয়, সরকারি কর্মী খুনের ঘটনায় যদি দেখা যায়, তাঁর স্বামী/স্ত্রী অভিযুক্ত, তা হলে পারবারিক পেনশন থেকে তাঁকে বঞ্চিত হতে হবে। পরিবর্তে তা দেওয়া হবে অন্য কোনো যোগ্য উত্তরাধিকারীকে।পরিবারের অন্য সদস্যদের ক্ষেত্রেও এই নিয়ম সমান ভাবে প্রযোজ্য। তবে অভিযুক্ত স্বামী/স্ত্রী যখন নির্দোষ প্রমাণিত হবেন, নিয়ম অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে তাঁর হাতেই পারিবারিক পেনশন তুলে দেওয়া হবে