Home দেশ এবার রাখতে হবে না ড্রাইভিং লাইসেন্স

এবার রাখতে হবে না ড্রাইভিং লাইসেন্স

by banganews

ড্রাইভাররা চাইলে এখন আর গাড়ির মধ্যে ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাও রাখতে পারেন। M-Paribahan app, DigiLocker-এ গাড়ির তথা চালকের প্রামাণ্য নথি রাখতে পারবেন এখন, এমনটাই স্বস্তির খবর জানাল কেন্দ্রীয় সরকার। দেশের গাড়ির চালকদের জন্য নিশ্চিতভাবেই এটা সুখবর। এবার থেকে গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স ড্রিভিং License(DL), রেজিস্ট্রেশন সার্টিফিকেট registration certificates (RC) না থাকলেও দেশের কোনও জায়গায় সমস্যা হবে না চালকদের। তবে সেই ক্ষেত্রে Digilocker-এ রাখতে হবে গাড়ির কাগজপত্র। সম্প্রতি এই নতুন নিয়মের বিষয়ে সিলমোহর দিয়েছে সরকার। যেখানে বলা হয়েছে, চালকরা চাইলেই এবার থেকে ডিজিলকার(Digilocker) বা এম-পরিবহণ অ্যাপ(M-Parivahan) থেকে নিজেদের নথি ট্রাফিক পুলিশ বা পরিবহণ দফতরকে দেখাতে পারবেন। m-Parivahan app,DigiLocker-কে আইনি ছাড়পত্র দেওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রকের তরফে বলা হয়েছে, ড্রাইভাররা চাইলেই m-Parivahan app,DigiLocker-এ গাড়ির তথা চালকের প্রামাণ্য নথি রাখতে পারেন। সেই ক্ষেত্রে গাড়ির মধ্যে ড্রাইভিং লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডকুমেন্ট আকারে না থাকলেও চলবে। এই নিয়ম দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যই প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রের সরকার। শীঘ্রই এই বিষয়ে সব রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিজ্ঞাপন দেবে সরকার। মানুষকে এই বিষয়ে সচেতন করতে বিভিন্ন সংবাদপত্রে এই বিজ্ঞাপন দেওয়া হবে। কিন্তু এটাও জানানোর, অন্য অ্যাপে থাকলে গ্রাহ্য হবে না নথি- সরকারের তরফে জানানো হয়েছে, Information Technology Act, 2000 অনুযায়ী, মান্যতা দেওয়া হয়েছে কেবল m-Parivahan app,DigiLocker-কে। এই দুই সরকার স্বীকৃত অ্যাপ ছাড়া অন্য কোনও অ্যাপকে গ্রহণ করবে না ট্রাফিক পুলিশ বা পরিবহণ দফতর। সেই ক্ষেত্রে চালকের কাছে নথি নেই বলেই ধরা হবে। পরিবহণ দফতরের এই নয়া নিয়ম লাঘু হলে গাড়িচালকদের পক্ষে তা খুবই সুবিধাজনক বিষয় হতে চলেছে আগামীদিনে।

driver, driving, license, drivinglicense, rule, change,  transport

You may also like

Leave a Reply!