বাড়ির পরিচারিকা, গাড়ির চালক এই ধরনের পেশার সঙ্গে যুক্ত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের আর্থিক নিরাপত্তা বাড়াতে এই স্কিম করা হয়েছে ২০১৫ সালে৷এই স্কিমের নিয়ন্ত্রক পেনশন রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)। পোস্ট অফিস ও জাতীয় স্তরের ব্যাঙ্কে এটি উপলব্ধ।
১৮-৪০ বছরের মধ্যে বয়স হলে, আধার নম্বর ও বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই আবেদন করতে পারবেন৷ পেনশন পাবেন ১০০০-৫০০০ টাকা পর্যন্ত। অনলাইনে ফর্ম পাওয়া যায়৷ ডাউনলোড করে ফিল আপ করুন৷ ব্যাঙ্কে জমা দিলে রেজিস্টারড মোবাইল নম্বরে একটি SMS যাবে।
নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত যুবক
যদি কেউ ১৮ বছরে নাম নথিভুক্ত করান, তার মাসিক পেনশন হবে ৪২ টাকা। ৪০ বছর বয়সে নাম নথিভুক্ত করলে মাসিক পাবেন ২৯১ টাকা। মনে রাখবেন, একবার স্কিম শুরু করলে ছেড়ে দেওয়া যায় না। কোনো ব্যক্তি ৬০ বছর হওয়ার আগে মারা গেলে ৬০ বছর পর্যন্ত পেনশন পাবেন তাঁর স্ত্রী।