TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

অক্ষয়কুমার, সোনু সুদকে ভারতরত্ন দেওয়ার দাবি

ভারতরত্ন দেওয়া হোক অক্ষয় কুমার আর সোনু সুদকে। টুইটারে সম্প্রতি এই দাবিই করেছেন নেটিজেনরা। করোনা আক্রান্ত ভারতের মানুষদের জন্য এই দুজনের অবদানের নজির সামনে রেখে তাঁদের জন্য সর্বোচ্চ সামাজিক সম্মান চাইছেন তাঁরা। অবশ্য শুধুমাত্র করোনাকালেই নয়, যে কোনও সামাজিক কাজে অক্ষয় ঝাঁপিয়ে পড়েন সবার আগে। ২০১৯ সালে পুলওয়ামা হানার পর থেকে নানান সাহায্য নিয়ে একনাগাড়ে সমাজের পাশে দাঁড়িয়ে রয়েছেন অক্ষয়। সোনুকে পাওয়া গেছে করোনা মহামারির সময়। পরিযায়ী শ্রমিকরাই তাঁকে ‘মসিহা’ বলে ডাকতে শুরু করেছেন।
আরও পড়ুন : স্বজনপোষণ বিতর্কে কী বললেন  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?  
টুইটারে এই ভারতরত্ন ট্রেন্ড শুরু হয়েছে সুহেল শেঠের হাত ধরে। প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের অর্থনৈতিক বিপ্লবের জন্য তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন সুহেল। তারপর থেকেই সমাজের চোখে সবচেয়ে যোগ্য ব্যক্তি কে, তা বেছে নিতে লেগে পড়েছেন নেটিজেনরাই।

অক্ষয়, সোনু ছাড়াও উঠছে প্রাক্তন ফিল্ডমার্শাল স্যাম মানেকশ‘র নামও।